লাইফ স্টাইল

রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের ম্যারিয়ট রোড টু গিভ ২০২২


অনলাইন ডেস্ক
প্রকাশিত: দুপুর ০২:৩৭, ২৪ নভেম্বর ২০২২






রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের ম্যারিয়ট রোড টু গিভ ২০২২

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল এবং লে মেরিডিয়ান ঢাকা যৌথভাবে আয়োজন করেছে এ বছরের রোড টু গিভ প্রতিযোগিতা। ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭ টায় ঢাকার গুলশান এ, জাস্টিস শাহাবুদ্দিন পার্কে আনুমানিক ৩০০ জন অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো এবারের রোড টু গিভ এর প্রতিযোগীতা| অনুষ্ঠানে উভয় হোটেলের মহাব্যবস্থাপক বৃন্দ ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নিবন্ধন ফি থেকে উত্থাপিত তহবিল দুটি দাতব্য সংস্থাকে হস্তান্তর করা হয়েছে যারা কাজ করেন সুবিধা বঞ্চিত শিশু ও বৃদ্ধ নারীদের নিয়ে | ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রান টু গিভ প্রোগ্রাম নতুন নামে এবার এসেছে রোড টু গিভে হয়ে , যা শুধুমাত্র একটি প্রতিযোগীতা নয়, বরং একটি মহৎ উদ্যোগ যার মাধ্যমে এই প্রতিষ্ঠান এর কর্মকর্তারা আমাদের স্থানীয় সম্প্রদায়ের দাতব্য সংস্থাগুলিকে সমর্থন করার জন্য বিভিন্ন উপায়ে অবদান রাখতে পারে| রোড টু গিভ এশিয়া প্যাসিফিকের মধ্যে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা রোড টু গিভ ব্র্যান্ড এর টি-শার্ট পরিহিত অবস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে নিয়জিত ছিলেন। এই টি-শার্ট স্পন্সর করে টুয়েলভ ক্লথিং | এই ইভেন্টে হেলথ কেয়ার পার্টনার এর দায়িত্ব পালন করেছে প্রাভা হেলথ এবং তারা ইভেন্ট চলাকালীন প্রতিযোগীদের সব ধরনের চিকিৎসা সহায়তা প্রদান করে। নিউট্রিশন পার্টনার হিসেবে কেয়ার নিউট্রিশন লিমিটেড অংশগ্রহণকারীদের জন্য সরবরাহ করে তাদের জুসি+ পানীয় এবং এনার্জি টেস্ট সেলাইন | পেপসি স্পন্সর করে পানি এবং কোমল পানিও | ইটারনাল সিরামিকস বিজয়ীদের জন্য স্পনসর করে আকর্ষণীও সব উপহার। মোট ১০ জন নির্বাচিত বিজয়ী উপহার এর সাথে আরও পেয়েছেন সনদপত্র।