
নতুন অপটিক শপ: ১৭ই সেপ্টেম্বর, ২০২২ প্রাইম ব্যাংক আই হসপিটাল; প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের একটি উদ্যোগ, ধানমন্ডিস্থ তাদের হাসপাতালে একটি নতুন অপটিক শপ উদ্ভোধন করা হয়। 2.5NVG ও প্রাইম ব্যাংক আই হসপিটালের যৌথ উদ্যোগে এই নতুন অপটিক শপটি চালু করা হয়েছে। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও ডাঃ ইকবাল আনোয়ার ও 2.5 এনভিজি এর হেড অফ সাসটেইনেবল প্রোগ্রামিং সৌগত ব্যানার্জী উক্ত অপটিক শপটি উদ্ভোদন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন এ.কে.এম. শহীদুল হক, সিনিয়র প্রোগ্রাম অফিসার (স্বাস্থ্য), প্রাইম ব্যাংক ফাউন্ডেশন; লাবিব তাজওয়ান উৎসব, কনসাল্টিং ম্যানেজার, প্রাইম ব্যাংক আই হাসপাতাল; মোঃ আল-আবদুল্লাহ, অফিসার (মার্কেটিং অ্যান্ড আউটরিচ), প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতাল; সোমনাথ সাহু, চ্যানেল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, 2.5 এনভিজি ; মোঃ সিদ্দিকুর রহমান, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, 2.5 এনভিজি, এবং রূপন কান্তি দত্ত; হেড অফ ট্রেনিং, পার্টনারশিপ, অ্যান্ড প্রজেক্ট , 2.5 NVG ।