তথ্য প্রযুক্তি

লেনদেন বিডির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা


অনলাইন ডেস্ক
প্রকাশিত: রাত ০৯:০৫, ১৭ মে ২০২৩






লেনদেন বিডির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা

অনলাইন ডেস্ক: ২০২২ সালে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পেয়ে যাত্রা শুরু করে ফিনটেক উদ্যোগ লেনদেন (বিডি) লিমিটেড। লেনদেন বিডির নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আলমজেব ফারজাদ আহমেদ। ২৫ বছরের ব্যাংকিং পেশায় অভিজ্ঞ ফারজাদ আহমেদ ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স ও স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকে কাজ করেছেন। ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কাজের মাধ্যমে তার ব্যাংকিং পেশাজীবন শুরু হয়। আলফামেডিক বিডি নামের স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ফারজাদ আলম এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রান্সের প্রতিষ্ঠাতা ট্রেজারার, আমেরিকান অ্যালমনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবে যুক্ত আছেন। যুক্তরাষ্ট্রের রুটজার্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণি আলমজেব ফারজাদ আহমেদ। দেশের আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের লক্ষ্যে কাজ শুরু করেছে লেনদেন বিডি। পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে সারাদেশে হোয়াইট লেবেল এটিএম এবং মার্চেন্ট অ্যাকুইয়ারার (ডব্লিউএলএএমএ) নেটওয়ার্ক পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। আলমজেব ফারজাদ আহমেদ জানান, 'লেনদেন পেমেন্ট সিস্টেম ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করছে। দেশের আর্থিক বিকাশে প্রতিষ্ঠানের প্রদান হিসেবে ভিন্নমাত্রিক চ্যালেঞ্জ জয় ও গ্রাহক সেবা উন্নয়নের বিষয়টি আমি বেশি গুরুত্ব দিব।' বিভিন্ন টাচ পয়েন্টের মাধ্যমে সারাদেশে পরিষেবা দেয়ার লক্ষ্যে হোয়াইট লেবেল এটিএম এবং মার্চেন্ট অ্যাকুইয়ারার সেবা প্রধান করছে লেনদেন বিডি। 

এছাড়াও সম্প্রতি লেনদেন বিডিতে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন সৈয়দ মাসুদ নিজাম। ভারতের স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন দিনি। মাসুদ নিজাম পূর্বে অ্যাপেক্স ফুটওয়্যারের প্রধান কমার্শিয়াল কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফিনটেক বিপ্লবের অগ্রযাত্রায় এগিয়ে যেতে কাজ করছে লেনদেন বিডি। পেমেন্ট সিস্টেমে কার্যকর অবস্থান তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে আরও বেশি আর্থিক সংযুক্তির প্রচেষ্টায় নানান সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি দেশে প্রচলিত সব ব্যাংকের কার্ড থেকে লেনদেন সাপোর্ট করার মাধ্যমে নিজস্ব ব্যানারে এটিএম, পিওএস ও কিউআরভিত্তিক পরিষেবা সরবরাহ করছে। পেমেন্ট সিস্টেমের বিস্তারিত জানা যাবে: lenden365.com  ঠিকানায়।