তথ্য প্রযুক্তি

বেসিস সফটএক্সপো ২০২৩: গোল্ড পার্টনার হলো হুয়াওয়েই


অনলাইন ডেস্ক
প্রকাশিত: দুপুর ০২:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৩






বেসিস সফটএক্সপো ২০২৩: গোল্ড পার্টনার হলো হুয়াওয়েই

ওয়েলকাম টু স্মার্টভার্স স্লোগান নিয়ে প্রযুক্তির উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আগামী ২৩-২৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০২৩। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)- এর উদ্যোগে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই প্রদর্শনীতে নানা ধরণের কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা হবে।  

বেসিস সফটএক্সপো ২০২৩উপলক্ষ্যে আজ বেসিস সচিবালয়ে বেসিস এবং হুয়াওইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি. আহমেদ, বেসিস সফট এক্সপো ২০২৩-এর আহ্বায়ক ও বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, বেসিস সচিব হাশিম আহম্মদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,  স্টেক হোল্ডার রিলেশনস ফারাহ জাবিন আহমেদ। হুয়াওয়েই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুয়াওয়েই-এর ক্লাউড বিসনেস গ্রুপের সহ-সভাপতি অ্যালেক্স লি এবং হুয়াওয়েই-এর ক্লাউড সলুউশন বিভাগের সেলস ম্যানেজার মোঃ শাজাহান আহমেদ। 

উলে­খ্য, বেসিস সফট এক্সপো ২০২৩- এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগ নেওয়ার জন্য থাকবে বিজনেস লিডারস মিট, অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আইটি জব ফেয়ার এবং ক্যারিয়ার ক্যা¤প, বি-টু-বি ম্যাচমেকিং সেশন, আউটসোর্সিং কনফারেন্স, স্টার্টআপস কনফারেন্স, ডেভেলপার্স কনফারেন্স এবং জাপান ডে ইত্যাদি।