জাতীয়

পরিবর্তন করি'র আয়োজনে ইফতার


অনলাইন ডেস্ক
প্রকাশিত: বিকাল ০৫:২১, ১৯ এপ্রিল ২০২৩






পরিবর্তন করি'র আয়োজনে ইফতার

ঢাকার তেজগাঁওতে অবস্থতি রহমত-ই-আলম ইসলাম মিশন মাদ্রাসা ও এতিমখানা। প্রায় কয়েক হাজার শিক্ষার্থী পড়ছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়াও মিশনের এতিমখানায় থাকছেন শিশু-কিশোরো। পরিবর্তন করি ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ এপ্রিল আয়োজন করা হয় বিশেষ একটি ইফতার। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক'শ শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম জানান, 'এ ধরণের আয়োজনে শিক্ষার্থীরা উপকৃত হয়। ইসলামের মুল্যবোধকে সমাজে ছড়িয়ে দিতে এমন আয়োজনের গুরুত্ব অনেক।'

সামাজিক মুল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতিকে গুরুত্ব দিয়ে বিশেষ ইফতারের আয়োজন করে ‘পরিবর্তন করি ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুপ্রিকোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান ভূইয়া জানান, 'এই সময়ে আমরা চেষ্টা করেছি কয়েক'শ শিক্ষার্থীর সঙ্গে ইফতার করতে। শিশুদের সঙ্গে ইফতার করার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সামাজিক মুল্যবোধ ও ভ্রাতৃত্ববোধকে সকলের মাঝে ছড়িয়ে দিতে।' নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার ইশরাত জাহিন আহমেদ অংশ নেন এই আয়োজনে। তিনি জানান, 'শিশুদের সঙ্গে ইফতার করার মাধ্যমে ব্যক্তিগতভাবে আমি ভীষণ খুশি। এমন আয়োজন শিশুদের সঙ্গে আমাদের সংযুক্ত হতে বেশ সহায়ক।' এছাড়াও অনুষ্ঠানে আইন পেশায় সংযুক্ত নওশীন ঐশ্বর্য, ট্র্যাভেল ভ্লগার ও টেলিভিশন উপস্থাপিকা সুরভী ইয়াসমিন উপস্থিত ছিলেন।