
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০ ব্যাচের মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের শিক্ষার্থীরা থিসিস ডিফেন্সের মাধ্যমে নিজেদের গবেষণা উপস্থাপন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ডা: সরকার মো. নোমান এবং বিভিন্ন কোর্সের তত্বাবধায়ক শিক্ষকেরা উপস্থিত ছিলেন। স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ডা: সরকার মো. নোমান শিক্ষার্থীদের গবেষণার বিষয়টির কথা সম্পর্কে, বিভিন্ন গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে গবেষণা সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে তারা আরও গবেষণার প্রতি উৎসাহী হবেন বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান জানান, 'বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে থিসিস তৈরি করেন। সেই থিসিস উপস্থাপনের মাধ্যমেই ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের মাস্টার্স প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হলো।' পাবলিক হেলথ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণা করেন শিক্ষার্থীরা। আরেক শিক্ষার্থী ফারহানা রাজ্জাক ইভা জানান, করোনার মধ্যে আমাদের ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু হয়। অনলাইনে ক্লাসের পরে সরাসরি গাজীপুরের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি ক্লাস শুরু হয়। শিক্ষকদের পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে নানান বিষয়ে গবেষণায় অংশ নেন ২০২০ ব্যাচের মেইন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দেশে প্রথমবারের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত মাস্টার অব পাবলিক হেলথ বিষয়ে প্রোগ্রাম চালু করেছে।