বিনোদন

এমআর-৯ সিনেমায় যুক্ত হলেন গ্র্যামি জয়ী শিল্পী রিকি কেজ


অনলাইন ডেস্ক
প্রকাশিত: রাত ১১:০৪, ২৫ অক্টোবর ২০২২






এমআর-৯ সিনেমায় যুক্ত হলেন গ্র্যামি জয়ী শিল্পী রিকি কেজ

ভারতের বিখ্যাত গ্র্যামি জয়ী কম্পোজার ও পরিবেশবাদী রিকি কেজ আলোচিত সিনেমা এমআর-নাইনে গান লেখার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এমআর-নাইন সিনেমার পরিচালক বাংলাদেশি বংশোদ্ভুত হলিউডের নির্মাতা আসিফ আকবর।

কেজ জানান, 'আমি খুব কম মোশন পিকচারে কাজ করেছি। আমি এমআর-নাইনে যুক্ত হতে পেরে গর্বিত। সিনেমার পরিচালক আসিফ একজন দুর্দান্ত নির্মাতা।

উইন্ডস অব স্যামসারার জন্য রিকি ২০১৫ সালে গ্র্যামি জিতেছিলেন। সেই ডেব্যু অ্যালবাম ইউএস বিলবোর্ডের ১নং অবস্থানে ছিল দীর্ঘদিন।

মাসুদ রানা সিরিজের 'ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত যৌথ প্রযোজনার সিনেমা এমার-৯ এ অভিনয় করছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’র অভিনেতা ফ্র্যাঙ্ক গ্রিলো। এতে যুক্ত হয়েছেন হলিউড অভিনেতা মাইকেল জাই হোয়াইট (দ্য ডার্ক নাইট)। আর এই সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে ফ্র্যাঙ্ক গ্রিলোর ছেলে রেমি গ্রিলোর। 

এই ছবিতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান (পয়জন), হলিউড অভিনেতা নিকো ফস্টার (আর্মি অফ ওয়ান), বলিউড অভিনেতা ওমি বৈদ্য (থ্রি ইডিয়টস), হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস (উলফ ওয়ারিয়র টু), আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল (দ্য কুইন অফ ভার্সাই)। বাংলাদেশ থেকে এমআর-৯ এ যুক্ত আছেন অভিনেতা আনিসুর রহমান মিলন, টাইগার রবি এবং শহিদুল আলম সাচ্চু।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন। সিনেমাটি লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস এবং ঢাকায় শুটিং হয়েছে।

এম আর-৯ এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা। পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের আলোচিত  নির্মাতা আসিফ আকবর।

বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেস ভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-৯ ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে।

শুটিং শেষে ছবিটি এখন পোস্ট-প্রোডাকশনে রয়েছে। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।