বিনোদন

নিরবে চলে গেলেন চলচ্চিত্রকার আজিজুর রহমান বুলি


অনলাইন ডেস্ক
প্রকাশিত: সকাল ০৭:৫৮, ২৪ অক্টোবর ২০২২






নিরবে চলে গেলেন চলচ্চিত্রকার আজিজুর রহমান বুলি

সত্তরের দশকের একটি সৃজনশীল পারিবারিক বাংলা ছায়াছবি ‘নাচের পুতুল’ ছবির প্রযোজক এবং স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বুলি আজ ভোরে ঢাকার উত্তরার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে ওইন্না ইলাইহে রাজেউন )। বাংলাদেশের সময় অনুসারে ২৪ অক্টোবর, ২০২২ ভোর ৩.২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৭৮ বছর। 

সকাল ১০টায় উত্তরা সেক্টর ৭ জামে মসজিদে (পার্ক ও হাইস্কুলের পাশে) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তাকে বনানী কবরস্থানে তার প্রয়াত বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হবে।

 ৭০’র দশকে বাংলাদেশে অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ চলচ্চিত্র প্রযোজনার মধ্য দিয়ে বাংলা সিনেমায় আগমন। ১৯৮০ সালে তার পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘শেষ উত্তর’ ছবির প্রথম পরিচালিত ছবি নির্মাণের হাতেখড়ি এবং প্রথম পরিচালিত ছায়াছবি নির্মান করে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে সকলের দৃষ্টি কেড়ে নেন।। এরপর অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। 

তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র শিল্পে  প্রযোজক, পরিচালক এবং প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক দুবারের সফল সভাপতি। বেশ কিছুদিন ধরে আজিজুর রহমান বুলি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলা চলচ্চিত্র শিল্পে আজিজুর রহমান বুলির সিনেমায় বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে রয়েছেন শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী রায়, রঞ্জিত মল্লিকের মতো তারকারা । তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে ‘পর্যটক-প্রযোজক’ পরিচালক’ হিসেবে পরিচিত ছিলেন।  তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। আজিজুর রহমান বুলির হাত ধরেই প্রথম ঢালিউড মুভি হিসেবে ‘দেশ-বিদেশ’ সিনেমাটি হলিউডে চিত্রায়ণ করা হয়। 

তিনি প্রায় ৫০টি ছবি প্রযোজনা ও পরিচালনা করেন। তিনি বেশ কয়েকবার চলচ্চিত্র সংক্রান্ত কারনে আমেরিকা ভর্মন করেন। আজিজুর রহমান বুলিকে আমেরিকার মরেনভেলি শহরের বাংলাদেশী আমেরিকান ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বিএসসিএস আজীবন সম্মাননা ২০১৪ প্রদান করা হয়। তার নির্মিত সিনেমার মধ্যে রয়েছে ‘শেষ উত্তর’, ‘জুলি’, ‘আমার সংসার’, ‘সমস্যা’, ‘হিম্মতওয়ালী’, ‘নবাবজাদি’, ‘মতিমহল’, ‘লাভ ইন নেপাল’, ‘শাদী মোবারক’, ‘কালু গুণ্ডা’, ‘রঙিন প্রাণ সজনী’, ‘টক্কর’, ‘রাজা-রানী-বাদশা’ উল্লেখযোগ্য