
ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাসের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘অপু-জয় প্রোডাকশন হাউস’। ২০২১-২২ অর্থবছরে প্রতিষ্ঠানটি ‘লাল শাড়ি’ ছবির জন্য সরকারের অনুদান পেয়েছে।
ছবিতে অপু বিশ্বাস নিজেও অভিনয় করবেন। তাঁর বিপরীতে এবার যুক্ত হলেন নায়ক সাইমন সাদিক। গতকাল সোমবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। এবারই প্রথম দুজন পর্দা ভাগাভাগি করবেন।
চুক্তির বিষয়টি নিশ্চিত করে সাইমন বলেন, ‘যখন ছবিটি অনুদানের জন্য জমা দেন অপু বিশ্বাস, তখন আমার ন্যাশনাল আইডির কপি নিয়েছিলেন তিনি। তখন আমার একটু ধারণা হয়েছিল হয়তো ছবিতে আমাকে রাখা হচ্ছে। অনুদান পাওয়ার পর ছবির পরিচালক এ ব্যাপারে আমাকে একটু আভাস দিয়েছিলেন। সোমবার রাতে ছবিতে চুক্তির মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে আমাকে।’
এ ব্যাপারে ছবির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘আমরা যখন চিত্রনাট্যটি অনুদানের জন্য জমা দিয়েছিলাম, তখনই সাইমনের নাম আবেদনে রাখা হয়েছিল। ছবির গল্পের কারণে সাইমনকে ডিমান্ড করে। চরিত্রটি ভালো মানাবে সাইমনকে।’ ছবিতে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী। একজন তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমনের নাম রাজু। একজন তাঁতশ্রমিক।