
গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ; যিনি নিজের গান নিজেই সুর করতে ভালোবাসেন তিনি। প্লেব্যাকও করেছেন, তবে সেটাও নিজের সুরে নিজের গান। এবার তিনি এই নীতির বাইরে ঘুরে এলেন।
প্লেব্যাক করলেন অন্যের সুরে, অন্যের লেখা গানে। আর গানের শিরোনাম “অভিমানি রোদ্দুরে”। গানটি দীপঙ্কর দীপন পরিচালিত অপারেশন সুন্দরবন সিনেমাটির জন্য।
গানটি লিখেছেন সংযুক্তা সাহা এবং সুর করেছেন অম্লান চক্রবর্তী।
হাবিব ওয়াহিদ আগেই বলেছিলেন, যদি ভালো কিছু হয় তাহলে আমি অবশ্যই অন্যের সুরে ও অন্যের কথায় গান গাইবো। তাই, তার এবারের সিনেমার গানটি অন্যগুলোর চেয়ে আলাদা। এছাড়া এতে হাবিবের সহশিল্পী হিসেবে এসেছেন, এই প্রজন্মের মেধাবী গায়িকা নন্দিতা।
গত ১২ই সেপ্টেম্বর গানটি অনলাইনে প্রকাশ পায়। এর পর থেকেই শ্রোতা ও দর্শকদের মন কেড়ে নিতে শুরু করেছে “অভিমানী রোদ্দুরে”। গানের কথা, সুর ও গায়ক গায়িকার এই যুগোলবন্দী শ্রোতাদের মন কেড়ে নিয়েছে।
উল্লেখ্য, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশান, মনোজ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে র্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ সোসাইটি।