সারাদেশ

বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ ব্যাচের সদস্যদের মিলন মেলা


অনলাইন ডেস্ক
প্রকাশিত: দুপুর ০২:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৩






বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ ব্যাচের সদস্যদের মিলন মেলা

১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করে একদল তরুণ নাবিক। সেই ব্যাচের কয়েকজন নাবিক অংশ নিয়েছেন এক মিলন মেলায়। ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি অনারারী সাবলেফটেন্যান্ট শাকের আহমেদের নারায়ণগঞ্জস্থ ঝালকুড়ীর বাড়িতে মিলিত হন। মিলন মেলা ২০২২ কমিটির নির্বাহী সদস্য সাবলেফটেন্যান্ট জাহিদুল ইসলাম জানান, আমরা অতীতের কথা বলতে এই আয়োজনে অংশ নিয়েছি। অনুষ্ঠানে অংশ নিয়ে নানান স্মৃতি ও আবেগের ঘটনা সবাই প্রকাশ করেন।

বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত অবস্থায় বিভিন্ন সাফল্যের কথা সবাই পুনরায়ন প্রকাশ করেন। অনুষ্ঠানের সভাপতি ছিলে লেফটেন্যান্ট নূর মোহাম্মদ, সহসভাপতি সাবলেফটেন্যান্ট শাকির আহম্মেদ, আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধ লেফটেন্যান্ট মো আবু ইউসুফ।