
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সঙ্গে সমঝোতা করে নির্বাচন কমিশন (ইসি) দেড় শ আসনে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘কারণ, ওরা ৩০০ আসনে ইভিএম চেয়েছে। আর ওরা (ইসি) এখন অফার করেছে দেড় শতে। একটা রফা-সলভ কম্প্রোমাইজ সরকারের সঙ্গে। তারা ৩০০, দেড় শ। কিন্তু সব রাজনৈতিক দল, এমনকি জাতীয় পার্টি পর্যন্ত গিয়ে বলে এসেছিল যে আমরা ইভিএম চাই না। কারণ, ইভিএম দিয়ে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হবে না।’
এই নির্বাচন কমিশনও যে এই সরকারেরই একটা অঙ্গসংগঠন, আজকে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘বর্তমান যে নির্বাচন কমিশন করা হয়েছে, যেটাকে আমরা বলি অবৈধ নির্বাচন কমিশন। কারণ, এই কমিশন গঠন করাও সঠিক পদ্ধতিতে হয়নি।’ এই নির্বাচন কমিশনের ব্যাপারে তারা একটুও ইন্টারেস্টেড না।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এটা কখনোই জনগণ গ্রহণ করবে না, আমরাও গ্রহণ করছি না। এটাকে পুরোপুরিভাবে আমরা প্রত্যাখ্যান করছি।’