রাজনীতি

এডভোকেট আব্দুস ছালাম আজাদকে গাজীপুর মহানগর বিএনপির অভিনন্দন


জেলা সংবাদদাতা
প্রকাশিত: ভোর ০৪:১৩, ২৪ মে ২০২২






এডভোকেট আব্দুস ছালাম আজাদকে গাজীপুর  মহানগর বিএনপির অভিনন্দন

বিএনপি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক  এডভোকেট আব্দুস ছালাম আজাদ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে গাজীপুরে এক সভা অনুষ্ঠিত হয়। 

গত ২২মে ২০২২, রবিবার সন্ধ্যা সাতটা গাজীপুর মহানগর বিএনপি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক 
সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আফজাল হোসেন কায়সার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহসভাপতি জনাব মাহবুব-উল-হক গোলাপ, অধ্যাপক নজরুল ইসলাম, জনাব আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি  জনাব আহম্মদ আলী রুশদী। সভা পরিচালনা করেন বিএনপি নেতা এডভোকেট মোঃ নাসির উদ্দিন।

সভা শেষে দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া এবং প্র‍য়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হান্নানশাহ ও সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।