
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সমাবেশের মঞ্চ ভাঙচুর করে নেতাকর্মীরা ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে লাঞ্ছিত করা হয়।
১২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক মাঠে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই তারা নিজেরাই মারামারিতে জড়ান। গুরুতর তেমন কেউ আহত হয়নি। এখন সব স্বাভাবিক রয়েছে। কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।