স্বাস্থ্য তথ্য

বুক না কেটে বাইপাস সার্জারির পদ্ধতি উদ্ভাবন করলেন বাংলাদেশী ডাক্তার


অনলাইন ডেস্ক
প্রকাশিত: সকাল ০৮:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২২






বুক না কেটে বাইপাস সার্জারির পদ্ধতি উদ্ভাবন করলেন বাংলাদেশী ডাক্তার

হার্টে ব্লক থাকলে রিং পরানোর অবস্থা না থাকলে বাইপাস সার্জারি করতে হয়। আর এ জন্য পুরো বুক কেটে হার্ট বের করে ওপেন হার্ট সার্জারি করতে হয়।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর ডাক্তার আশরাফ সিয়াম (Team Asraf Seam) হার্ট ব্লকের চিকিৎসায় বুক না কেটে শুধু সামান্য ফুটো করে আধুনিক যন্ত্রের মাধ্যমে বাইপাস (Multi Vessels Graft) করার এক নতুন পদ্ধতি উদ্ভাবন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

এই পদ্ধতি সম্পর্কে ধারনা নিতে ইতিমধ্যেই ইন্ডিয়া থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের একটা টিম ঢাকায় এসেছে।

এটা বাংলাদেশে হার্টের চিকিৎসা ব্যবস্থা ও অপারেশন সহজ করার জন্য গবেষণা করে নতুন পদ্ধতি উদ্ভাবন করে এগিয়ে যাওয়ার একটা চিত্র।

ছবির ৩ জনেরই প্রধান ৩টি রক্তনালীতে ব্লক ছিল এবং ফুটো করে প্রত্যেককেই ৩টি বাইপাস রাস্তা করা হয়েছে।

তাদের দেখে বুঝার উপায় নাই যে বাইপাসের মতো
এত বড় কোন অপারেশন গত সপ্তাহেই হয়েছে। বুকে কোন কাটা দাগ নাই। 

ডা: আশরাফ সিয়ামজা, তীয় হৃদরোগ ইনস্টিটিউট