
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। মঙ্গলবার (৬ জুন) নতুন কর্মস্থলে যোগদান শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
নবাগত কমিশনার মো. মাহবুব আলম মতবিনিময় কালে বলেন, আমি প্রযুক্তি নির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে চাই। এটি চ্যালেঞ্জিং মনে হলেও সরকারি অন্যান্য সংস্থা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সর্বোপরি সাংবাদিকদের সঙ্গে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এটা করা সম্ভব বলে আমি মনে করি।
তিনি বলেন, আমি অবশ্যই পুলিশের সেবার মান উন্নততর ও দ্রুততম করতে সচেষ্ট থাকবো। এটা শুধু কথার কথা যাতে না হয় সে জন্য সর্বোত্তম সেবার ও কাজের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগুলোর দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারবো বলে আমি বিশ্বাস করি। এজন্য তিনি সাংবাদিকসহ নগরবাসী ও সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় গাজীপুরের স্থানীয় সাংবাদিক ছাড়াও জিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) যোগদানের আগে তিনি এপিবিএন এর ডিআইজি (অপারেশনস্) হিসেবে নিয়োজিত ছিলেন। গত ৩১ মে জননিরাপত্তা বিভাগের আদেশে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।