
অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো গারো এবং হাজং বাচ্চাদের স্বতঃস্ফূর্তভাবে আঁকা ১০০টি ছবি নিয়ে প্রদর্শনী আয়োজন করছে ইএমকে সেন্টার এবং লাইটশোর ফাউন্ডেশন। ১লা মার্চ সকাল ৯-৩০ থেকে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রদর্শনীটিতে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউ ওয়াই সিস্টেম এর ফারহানা এ রাহমান, জেসিআই ঢাকা ফাউন্ডারস এর লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রাহমান, ইউএনডিপি এর হেড অফ কমিউনিকেশন আবদুল কাইয়্যুম।
ইউএনডিপি এর হেড অফ কমিউনিকেশন অফিসার আবদুল কাইয়্যুম জানান, "এই ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া শিশুদের সৃজনশীলতা বাড়াবে পাশাপাশি তাদেরকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। এই সব শিশুদের মূলধারার শিক্ষার সাথে যুক্ত করতে হলে আমাদের সবার সম্মিলিত প্রয়াস দরকার "
জে সি আই ফাউন্ডারস এর লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রহমান বলেন, সুবিধাবঞ্চিত শিশু এই বাচ্চাগুলো যারা আগে কখন ও ক্রেয়ন হাতে নেয়নি , এরা এত সুন্দর পেইন্ট করে নিজের চোখে না দেখলে হয়ত বিশ্বাস করতামনা , আমি এখানে কৃতজ্ঞতা জানাতে চাই লাইটশোর কে বাচ্চাদের মনের ভাব প্রকাশ করার জন্য এত সুন্দর ইভেন্ট অরগেনাইজ করেছে। লাইটশোর ফাউন্ডেশন শুধু একটা আর্ট ক্যাম্প প্রদর্শনীই না, বাচ্চাদের জন্য একটা স্কুল করার স্বপ্ন দেখেছে এবং সেটা বাচ্চাদের নিজেদের টাকায় , এইটা বাংলাদেশ এর জন্য উদাহরণ হয়ে থাকবে।
প্রদর্শনীর উদ্যোক্তা সুলতানা রাজিয়া জানান, এই আর্ট ক্যাম্প আয়োজন করতে গিয়ে অনেক ভিন্নধর্মী অভিজ্ঞতা ছিল, যেমন এই বাচ্চা গুলো আবার প্রমাণ করলো ট্যালেন্ট সব জায়গায় আছে, কিন্তু সুযোগ নেই বলে এরা প্রতিভা বিকশিত হবার আগেই ঝরে যায়। আমরা আশা করছি এই এক্সিভিশন আয়োজনের মধ্যে দিয়ে এদের আঁকা ছবি গুলো বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি তাদের জন্য এইরকম আর ভিন্নধর্মী আয়োজন করব ভবিষ্যতে। আদিবাসী শিশুদের আঁকা নানান ছবি নিয়ে ঢাকার ইএমকে সেন্টারে আয়োজন করা হয়েছে ৬দিন ব্যাপি শিল্প প্রদর্শনী। ১ মার্চ থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৬ মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটিতে প্রদর্শনী বন্ধ থাকবে।
এই আয়োজনটি প্রদর্শনী পার্টনার হিসেবে ইএমকে সেন্টার, প্রেস পার্টনার হিসেবে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল জেসিআই ফাউন্ডারস, অনলাইন পার্টনার হিসেবে দৈনিক ইত্তেফাক, ডকুমেন্টারি পার্টনার হিসেবে বিটকস, টিভি পার্টনার হিসেবে সময় টিভি, পেমেন্ট পার্টনার হিসেবে নগদ, রেডিও পার্টনার হিসেবে রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮, ফটোগ্রাফি পার্টনার হিসেবে লা-ইভেন্টো, আউটরিচ পার্টনার হিসেবে ভলান্টিয়ার অপরচুনিটিস এবং লজিস্টিক পার্টনার হিসেবে স্বপ্ন ৭১ এবং ইমেজ গ্রুপ ছিল।