
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ আছে বেশ কয়েকজন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা ফায়ার সার্ভিস থেকে নৌকাডুবির কথা বলা হলেও হতাহতের সঠিক তথ্য দিতে পারেননি দায়িত্বরতরা।
পঞ্চগড়ের বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় নিউজবাংলাকে ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে।