সারাদেশ

জিএমপির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে ৫জন আহত।


অনলাইন ডেস্ক
প্রকাশিত: রাত ০২:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২২






জিএমপির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে ৫জন আহত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশ লাইনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন কলকাতার কমেডি শো মিরাক্কেল অভিনেতা আবু হেনা রনি (৩০)। তিনি নাটোর জেলার সিংড়া থানার বিলদহর গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে। অপর আহতরা হলেন গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল (নং-৭৭১) মোশারফ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার কনস্টেবল (নং-৩০) রুবেল মিয়া ও মো: ইমরান হোসেন (কং নং-১১২৯), টঙ্গী পূর্ব থানার কনস্টেবল (নং- ৮৮৮) জিল্লুর রহমান।

তাদের মধ্যে আবু হেনা রনি, জিল্লুর রহমান ও মোশারফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি উদ্বোধনী মঞ্চে বেলুনগুচ্ছ উড়িয়ে জিএমপি পুলিশের ৪ বছর পূর্তি অনুষ্ঠান উদ্বোধন করছিলেন। এ সময় অতিরিক্ত ভারে বেলুনগুচ্ছ আকাশে উড়াতে না পেরে অবশেষে সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উদ্বোধন মঞ্চে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আখতার হোসেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ অতিথিরা অনুষ্ঠানমঞ্চে যাওয়ার সময় একজন পুলিশ সদস্য বেলুগুচ্ছে লাগানো ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশ’ লেখা ফেস্টুনের সুতা গ্যাসলাইট দিয়ে বিছিন্ন করার সময় বেলুনের ভেতর গ্যাসে আগুন লেগে একযোগে বেলুনগুচ্ছ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুনে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে জিএমপির অ্যাম্বুলেন্সে করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনুষ্ঠানের অতিথিরা উদ্বোধনমঞ্চ ত্যাগ করতে খানিক দেরি হলেই তারাসহ আরো অনেকেই এ দুর্ঘটনার শিকার হতেন বলে প্রত্যদর্শীরা মন্তব্য করেন।