সারাদেশ

টঙ্গী পূর্ব থানার ওসি হলেন আশরাফুল ইসলাম, পিপিএম।


নিউজ ডেস্ক
প্রকাশিত: বিকাল ০৫:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২২






টঙ্গী পূর্ব থানার ওসি হলেন আশরাফুল ইসলাম, পিপিএম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আশরাফুল ইসলাম, পিপিএম।

আশরাফুল ইসলামের বাড়ি নাটোর জেলার সিঙ্গাইর উপজেলার কলম গ্রামে। এর আগে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি এবং আক্কেলপুর থানার ওসির দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা সিআইডির ইন্সপেক্টর এর দায়িত্ব পালন করেছেন।

জয়পুরহাটের পাঁচবিবি এবং আক্কেলপুর থানার ওসির দায়িত্ব পালনকালে এলাকা থেকে সমূলে মাদক নির্মূল এবং মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন করে তিনি সর্বস্তরের জনগণের প্রশংসা কুড়ায়। এই সময় তিনি সর্বোচ্চ পুলিশ পদক পিপিএম পদক এ ভূষিত হন।

সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত আশরাফুল ইসলাম, পিপিএম টঙ্গী পূর্ব থানায় নতুন ওসি হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন পেশাজীবি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিন্দন জানান।

এ সময় ওসি আশরাফুল ইসলাম, পিপিএম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং টঙ্গী পূর্ব থানা কে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার মধ্যে টঙ্গী পূর্ব থানা অন্যতম। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) যাত্রা শুরু হয়।