একজন মানুষ গড়ে দৈনিক ৪.৮ ঘণ্টা সময় মোবাইলে ব্যয় করে। ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম অ্যাপ অ্যান্নি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এছাড়া ২০২১ সালে বিভিন্ন অ্যাপ বিশ্বব্যাপী ২৩০ বিলিয়ন বার ডাউনলোড হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৭০ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ২০২০ সালে যুক্তরাজ্যের সরকার অনুমোদিত সম্প্রচার, টেলিযোগাযোগ এবং ডাক শিল্প নিয়ন্ত্রক সংস্থা অফকমও এক গবেষণার বরাতে মানুষ মোবাইলে একই পরিমাণ সময় ব্যয় করে বলে জানিয়েছিল। তবে ওই গবেষণায় টেলিভিশন দেখার সময়ও অন্তর্ভুক্ত ছিল। খবর বিবিসি অনলাইনের।