
সামাজিক ঐক্যবদ্ধতা হলো যে কোন সমাজের একটি মূল ভিত্তি। এ ভিত্তির উপরেই দাড়িয়ে থাকে সমাজের সৌন্দর্য এবং আদর্শ। সামজিক ভিত্তি দুর্বল হলে সমাজ ভেঙে পড়ে।
সামাজিক ঐক্যবদ্ধতাকে ধরে রাখার জন্য প্রয়োজন একটি সুস্থ, সুন্দর সামজিক সংগঠন। এমনকি ধর্মীয় ভাবধারাকে শক্ত করার জন্যও সবার আগে প্রয়োজন সামাজিক একাত্মতা এবং সামাজিক ঐক্যবদ্ধতা। তাই প্রতিটি মানুষের জন্য সামাজিক সংগঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বর্তমান সময়ের মানুষ মানুষে যে অসহিষ্ণুতা, অস্থিরতা সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধের অভাব দেখা যায় তা দূর করতে হলে সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক পরিবেশে সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। এই সামাজিক দায়বদ্ধতায় থেকে একঝাক তরুনের হাত ধরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যাত্রা শুরু করলো মুন্সির কান্দি আদর্শ সমাজ সেবা যুব সংঘ।
সম্প্রতি সংগঠনের নবনির্মিত ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপদেষ্টা ও আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের উদ্দেশ্য: গ্রামের অসহায়দের সাহায্য প্রদান, স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষা মুলক পরামর্শ, প্রাকৃতিক দুর্যোগ গ্রস্থ ব্যক্তিদের সাহায্য প্রদান, বৃক্ষ রোপন ও গনসচেতনতা মুলক কর্মসুচী, গ্রাম থেকে নিক্ষরতা দূর করা, বিদ্যুৎ ব্যবহারে সচেতন করা, সবার জন্য খেলাধুলা ও বিনোদন মূলক কার্যক্রম গ্রহণ, এলাকার কৃতি ছাত্রদের সংবর্ধনা প্রদান, ধর্মীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন , বাল্য বিবাহ রোধ কর্মসুচী, ইভটিজিং প্রতিরোধ সহ আরো বেশ কিছু সামাজিক কর্মসূচি রয়েছে।
'মুন্সির কান্দি আদর্শ সামাজ সেবা যুব সংঘ' সুন্দর একটি সমাজ গঠনে, সমাজের সকলকে নিয়ে এগিয়ে যাবে, এই প্রত্যাশা সকল গ্রামবাসীর।