বিনা পয়সার হোটেল! হোটেল মানে প্রথাগত কোনও হোটেল নয়। কিন্তু, এখানে বসে পাওয়া যাবে পেটভর্তি খাবার। এই হোটেলে খাবার পাওয়ার জন্য শর্ত একটাই। আপনাকে করতে হবে ভালো কোনও কাজ। ভালো কাজ মানে যে কোনও কাজ, যেটা আপনার ভালো বলে মনে হবে। কী ভালো কাজ করেছেন সেটা বললেই সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে খাবার।
এই হোটেলের নাম ‘ভালো কাজের হোটেল’। বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর স্টেশনের কাছেই আছে আইসিডি কাস্টমস হাউস। এর কাছেই এখন প্রতিদিন খাওয়ানো হয় গরিব মানুষকে। যারা সেদিন কোনও ভালো করেছেন। হোটেল, কিন্তু কোনও চেয়ার টেবিল নেই। নেই কোনও ক্যাশ কাউন্টার, নেই কোনও ওয়েটারও। ফুটপাতের পাশে বসেই খেতে হবে সেখানে।
২০১৯ সাল থেকে এই ‘ভালো কাজের হোটেল’ চলছে। প্রতিদিন দুপুরে এবং সন্ধ্যায় খাবার দেওয়া হয়। সেখানে লেখা ‘এখানে খেতে টাকা লাগে না, যে কোনও একটি ভালো কাজ করলেই হবে’। কেউ হয়তো কোনও অন্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করেছেন, কেউ বা কাউকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছেন, তাঁদের এই ভাবে খাবার দেওয়া হয়। কোনও দিন খিচুড়ি, ডিমের কারি, মাঝে মাঝে স্বাদ বদল করতে পোলাও , বিরিয়ানি।
ইয়ুথ ফর বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান এই উদ্যোগ সম্পর্কে জানান, ছোটবেলায় হুমায়ূন আহমেদের ‘সবুজ ছায়া’ নামের নাটকে দেখেছিলেন অভিনেতা জাহিদ হাসান প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করতেন। সেই ধারণা থেকে অনুপ্রেরণা পান তিনি। ২০০৯ সালে কিছু বন্ধু মিলে শুরু করেন সমাজসেবামূলক কাজ। যারই একটি অংশ এই হোটেল।
বর্তমানে রাজধানীর বনানী, তেজগাঁও ও কমলাপুরে রয়েছে ভালো কাজের হোটেলের শাখা। বাবুর্চিরা রান্না করার পর স্বেচ্ছাসেবকরা খাবার নিয়ে চলে যান নির্ধারিত স্থানে। অবশ্য শুক্রবারের কাজ থাকে একটু ভিন্ন। সেদিন তারা খাবার নিয়ে যান রাজধানীর বিভিন্ন মসজিদ ও এতিমখানায়। সেখানে আসা নিম্ন আয়ের মানুষদের হাতে যেমন খাবার তুলে দেন, তেমনি এতিমখানায় গিয়ে এতিমদের কাছেও খাবার পৌঁছে দেন। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ জন ব্যক্তিকে খাওয়ান তারা। কখনো কখনো তা ৩০০ এর ঘরও ছুঁয়ে থাকে।
ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দলের যাঁরা সদস্য এবং আরও অনেকেই দিনে ১০ টাকা দিয়ে সাহায্য করেন । মাসে প্রায় ৮০ হাজার টাকা সংগৃহীত হয়। ওই টাকা দিয়েই খাবারের ব্যবস্থা করা হয়।
সম্প্রতি চট্টগ্রামের পুরাতন রেলস্টেশনে ভালো কাজের হোটেলের আরেকটি শাখা চালু হয়েছে। সেখানে প্রায় আড়াই হাজার সদস্য যুক্ত আছেন।