
কয়েকটি ইসলামি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।
ভারতের প্রখ্যাত এ আলেম বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সম্মাননাপ্রাপ্ত প্রয়াত মাওলানা সায়্যিদ আসাআদ মাদানীর ছেলে। এছাড়া জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) কর্তৃক প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমদের তালিকায় ২৭তম স্থানে রয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।
মঙ্গলবার আফতাবনগর মসজিদ-মাদরাসা কমপ্লেক্সে আয়োজিত ইসলাহী জোড়ে থাকবেন তিনি। সেখানে ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও জোহরের পর বয়ান পেশ করবেন মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।
সেখান থেকে যাবেন বনশ্রীর দারুল উলুম রামপুরা মাদ্রাসায়। আসরের নামাজ পড়বেন চৌধুরীপাড়া মাদরাসায়। সন্ধ্যায় জামিআ ইকরার খতমে বুখারিতে অংশ নিবেন তিনি।
পরদিন বুধবার সকালে সিলেটের দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার বার্ষিক সম্মেলনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মাওলানা মাহমুদ মাদানী। সেদিন রাতেই ঢাকায় ফিরে বৃহস্পতিবার দিল্লি ফিরে যাবেন তিনি।
প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।
মাওলানা মাহমুদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানীর দৌহিত্র ও সাইয়্যিদ আসআদ মাদানীর ছেলে।