খেলা

সাফ নারী ফুটবলে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।


স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ভোর ০৫:৪০, ২০ সেপ্টেম্বর ২০২২






সাফ নারী ফুটবলে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার জমজমাট ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। জোড়া গোলের আলো ছড়িয়েছেন কৃষ্ণা রানী সরকার। অন্য গোলটি করেছেন শামসুন্নাহার জুনিয়র। 

মাঠ, সমর্থক সবই ছিল নেপালের পক্ষে। শুরুতে পিছিয়ে পড়া দলকে সারাক্ষণ অনুপ্রেরণা জোগাতে থাকেন সমর্থকরা। ঘুরে দাঁড়ানোর গোলও পায় স্বাগতিকরা। কিন্তু সাবিনা জানান, নেপালের সেই গোলের মোটেই ভড়কে যাননি তারা। 

“এক গোল যখন আমরা খেয়েছি, তখন মনে হয়েছে লড়াই হবে। এত হাই ভোল্টেজ ম্যাচ, দুই দিকেই আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে , মনে হচ্ছিল যেকোনো কিছু ঘটতেই পারে। কোচও আগেই বলে দিয়েছিলেন, ম্যাচে এরকম ঘটনা ঘটেই। এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু ম্যাচ থেকে হারানো যাবেঅধিনায়ক সাবিনা খাতুন জানালেন, যখন ৯০ মিনিট শেষ, ৪ মিনিট অতিরিক্ত সময় দিয়েছে তখন মনে হতে থাকে, শিরোপাই এবার তাদের হাতেই উঠবে।