কৃষি ও পরিবেশ

আঘাত, বিষক্রিয়া ও রোগে সাফারি পার্কের জেব্রা, বাঘ ও সিংহীর মৃত্যু!


নিউজ ডেস্ক
প্রকাশিত: দুপুর ০২:৫৪, ০৭ ফেব্রুয়ারি ২০২২






আঘাত, বিষক্রিয়া ও রোগে সাফারি পার্কের জেব্রা, বাঘ ও সিংহীর মৃত্যু!

আঘাত, বিষক্রিয়া ও রোগ ছড়িয়ে পড়ায় গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা, বাঘ ও সিংহী মারা গেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণাগার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, বঙ্গবন্ধু সাফারি পার্কের তিনটি জেব্রা মারা গেছে আঘাতে। আটটি জেব্রা মারা গেছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া জেব্রাগুলোর মরদেহে বিষক্রিয়ার উপস্থিতিও পাওয়া গেছে। সাফারি পার্কের মারা যাওয়া বাঘটি অ্যানথ্রাক্সে আক্রান্ত ছিল। তবে সাফারি পার্কে মারা যাওয়া সিংহীর মৃত্যুর কারণ জানা যায়নি। এ ছাড়া জাতীয় চিড়িয়াখানায় একটি সিংহীর মৃত্যু হয়েছে অ্যানথ্রাক্সের সংক্রমণে। গত বছরের নভেম্বরে সেখানে দুটি বাঘের শাবক মারা গেছে ট্রিপেনোসোমা ব্লাডপ্লোটোজোয়া রোগে। মাছির কামড়ে এ রোগ ছড়ায়। রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সেখানে জেব্রার মৃত্যুর বিষয়ে মন্ত্রী বলেন, খাদ্যে বিষক্রিয়া ছিল। প্রাণীগুলোকে খাদ্য দেওয়ার আগে পরীক্ষা করে দেওয়ার কথা। পরীক্ষা করা যাঁর দায়িত্ব ছিল, তাঁর ওপর দায় বর্তাবে। শাহাব উদ্দিন বলেন, এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, কারও ইন্ধনে হয়েছে কি না; তদন্ত করে বের করা হবে। ইতিমধ্যে ঘটনা উদ্‌ঘাটনে মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।