কৃষি ও পরিবেশ

১৮ কোটি বছর আগের ‌'সি ড্রাগনের' জীবাশ্ম আবিষ্কার


অনলাইন ডেস্ক
প্রকাশিত: রাত ১১:৩০, ১৬ জানুয়ারী ২০২২






১৮ কোটি বছর আগের ‌'সি ড্রাগনের' জীবাশ্ম আবিষ্কার

১৮ কোটি বছর আগের 'সি ড্রাগনের' জীবাশ্ম আবিষ্কার করেছে যুক্তরাজ্যের একদল গবেষক। যা এই অঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার বলে মনে করছে তারা। ইস্ট মিডল্যান্ড থেকে উদ্ধারকৃত জীবাশ্মটি এরই মধ্যে সৃষ্টি করেছে বিস্ময়। খবর সিএনএনের।

গবেষকরা বলছেন, উদ্ধারকৃত সামুদ্রিক ড্রাগনের জীবাশ্মগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন ও পূর্ণাঙ্গ। ডলফিন আকৃতির এই ড্রাগনের জীবাশ্ম লম্বায় ৩৩ ফুট। আর ওজন অন্তত ১ টন। যদিও প্রাণীটির মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি গবেষকরা।