
ভারত থেকে আমদানি শুরুর খবরে পাইকারিতে পেঁয়াজের দাম কমে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরায় এখনো ৮৫ থেকে ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে দাম আরও কমতে শুরু করবে বলে ব্যবসায়ীরা জানান।
দেশের তিন স্থলবন্দরের কাস্টমস স্টেশনের তথ্যে দেখা যায়, প্রতি চালানে প্রতি কেজি পেঁয়াজ আমদানি হয়েছে ১৩ থেকে ১৬ সেন্টে। ডলারের বিনিময়মূল্য ১০৮ টাকা ১৭ পয়সা ধরে মানভেদে আমদানিমূল্য দাঁড়ায় ১৪ থেকে ১৭ টাকা ৩০ পয়সা। গড়ে দাম পড়ে কেজিপ্রতি প্রায় সাড়ে ১৫ টাকা।
প্রতি কেজিতে কর গড়ে সাড়ে তিন টাকা। এ হিসাবে শুল্ক-করসহ পেঁয়াজ আমদানিতে খরচ পড়ে প্রায় ১৯ টাকা।
এদিকে আদার ঝাঁজ কমছেই না। দেড় মাস আগেও ২২০ থেকে ২৫০ টাকা কেজিতে যে চীনা আদা বিক্রি হতো, এখন তা বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকায়।
দেশি ও আমদানি করা কেরালা জাতের আদাও দাম বেড়ে ৩২০ থেকে ৩৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, যেহেতু পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, দ্রুতই খুচরা পর্যায়েও চলে আসবে। তখন দামও কমে আসবে। আদার দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীদের দাবি, গত দেড় মাসেরও বেশি সময় ধরে চীন থেকে আদা আমদানি বন্ধ। ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকেও আমদানি কম হচ্ছে।