
নানা বিতর্কের পর আবারও কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। শোনা যাচ্ছে, ই-কমার্সটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের নেতৃত্বে আবারও চালু হবে ইভ্যালি। তাই আগের অর্ডার ডেলিভারি, গেটওয়ের টাকা এবং দেনা পরিশোধ সংক্রান্ত সব আপডেট নিয়ে শিগগিরই একটি প্রেস কনফারেন্স ডাকা হবে বলে জানোনো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
ইভ্যালির ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে- প্রিয় গ্রাহক এবং মার্চেন্টবৃন্দ, পূর্বের অর্ডার ডেলিভারি, গেটওয়ের টাকা এবং দেনা পরিশোধ সংক্রান্ত সকল আপডেট নিয়ে খুব শীঘ্রই একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হবে। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।
এদিকে, প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের সময়ে পরিচালিত কর্মকাণ্ড অডিট করে ৪৭ হাজার কোটি টাকার হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিদায়ী বোর্ড প্রধান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
এরই মধ্যে রাসেলের স্ত্রী, শাশুড়ি এবং একজন নিকটাত্মীয়কে নিয়ে নতুন একটি বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বন্ধ হওয়ার আগে ইভ্যালির গ্রাহক ছিল দুই লাখেরও বেশি।