অপরাধ ও দুর্নীতি

নাট্যকার ও অভিনেতা সেলিমের উপর সন্ত্রাসী হামলা


অনলাইন ডেস্ক
প্রকাশিত: বিকাল ০৩:৫৫, ২০ ডিসেম্বর ২০২২






নাট্যকার ও অভিনেতা সেলিমের উপর সন্ত্রাসী হামলা

গত ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার বিশিষ্ট নাট্যকার, প্রযোজক ও অভিনেতা এহসানুল হক সেলিমের উপর অতর্কিত হামলা ও উঠিয়ে নিয়ে যাবার অপচেষ্টার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে । ঘটনার দিন আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকায় এহসানুল হক সেলিমের উদ্যোগে মহান বিজয় দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। তুরাগ থানাধীন রূপায়ণ সিটি উত্তরার ম্যাজেস্টিক ফ্লাট নং -ডি -২, লেভেল -৫, বাসা -৫, ব্লক -এ এর হলরুমে বিল্ডিং নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে ১৬  ডিসেম্বর তথা বিজয় দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা প্রাক্কালে মাহিরের নেতৃত্বে  একদল সন্ত্রাসী উক্ত হলরুমে ঢুকে পড়ে। এক পর্যায়ে নাট্যকার সেলিমকের প্রাণনাশ ও উঠিয়ে নিয়ে যাবার হুমকি দেয়। উপস্থিত অন্যান্যদের প্রতিবাদের মুখে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পরবর্তীতে নাট্যকার সেলিমের পরিবারের সদস্যদেরকেও বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে।

নাট্যকার সেলিম এই ঘটনায় তুরাগ থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদার বরাবর একটি সাধারণ ডায়েরী করেন যার নাম্বার -৯৭৯।


 

এই ঘটনায় সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ঘটনার সুষ্ঠু বিচার ও সন্ত্রাসী মাহির ও জড়িতদেরকে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওত্তায় আনার জোর দাবি জানান।