অপরাধ ও দুর্নীতি

বাস ভাড়া নিয়ে বচসায় চলন্ত বাস থেকে ফেলে যাত্রী হত্যা!


নিউজ ডেস্ক
প্রকাশিত: সকাল ০৭:০৮, ১৬ অক্টোবর ২০২২






বাস ভাড়া নিয়ে বচসায় চলন্ত বাস থেকে ফেলে যাত্রী হত্যা!

ঢাকার যাত্রাবাড়ীতে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সেই বাসের চাপায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই যাত্রীর নাম আবু সায়েম। ৩৫ বছর বয়সী এই যুবক ঢাকার মতিঝিলে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর ওই বাসের চালক ও সহকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যক্তিরা। যাত্রাবাড়ী–গাবতলী রুটে চলাচলকারী ৮ নম্বর বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। পিটুনিতে আহত বাসের চালক শাহ আলম (৪০) ও তাঁর সহকারী মোহনকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আবু সায়েমের বড় ভাই আবু সাদাত সাহেদ প্রথম আলোকে বলেন, সায়েম পোশাক কারখানার কাজ শেষে বাসে করে দক্ষিণ যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন। এ সময় বাসচালকের সহকারী এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেন। এ সময় সায়েম প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে নামার সময় সায়েমকে ধাক্কা দিয়ে ফেলে দেন বাসচালকের সহকারী। এ সময় ওই বাসের পেছনের চাকা সায়েমের মাথার ওপর দিয়ে চলে যায়। উদ্ধার করে সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়েমকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে পেছনের চাকায় মাথা চাপা দেওয়ার পর বাসের চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে পুলিশে দেন স্থানীয় লোকজন  যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত সায়েমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহত চালক ও তাঁর সহকারীকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।