অপরাধ ও দুর্নীতি

উপজেলা চেয়ারম্যানের মারধরে ছাত্রলীগ নেতার মৃত্যু


নিউজ ডেস্ক
প্রকাশিত: সন্ধ্যা ০৭:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২২






উপজেলা চেয়ারম্যানের মারধরে ছাত্রলীগ নেতার মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার সহযোগীদের মারধরে আহত ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চিকিৎসাধীন জীবনের মাথায় রক্ত জমাট বেধে ছিল। শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, অপারেশন করা যায়নি। মূলত সে কারণেই তার মৃত্যু হয়েছে।’

নিহত জীবনের পরিবার জানায়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার আমতলী বাজারে জীবন ও তার পিতা ফরহাদ হোসেনকে ডেকে নেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যান আসাদ ও তার সহযোগীরা বাবা-ছেলেকে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর অবস্থায় বাবা-ছেলেকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং ওইদিন রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জীবনকে রামেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা জীবনকে মৃত ঘোষণা করেন।

এদিকে জীবন ও তার বাবাকে মারধরের পরদিন (২০ সেপ্টেম্বর) দুপুরে জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় উপজেলা চেয়ারম্যান ও তার দুই সহোদরের বিরুদ্ধে মামলা করেন। 

অন্যদিকে নাটোর ডিবি পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহীর পুঠিয়া এলাকা থেকে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামানের ভাই আলীম আল রাজী শাহকে গ্রেফতার করে। রাতেই তাকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।